ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১ ১৪৩১

মোটরসাইকেল কেনার পরদিনই দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৯ এএম, ৬ জুন ২০২৪ বৃহস্পতিবার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোটরসাইকেল কেনার পরদিন ঘুরতে বেড়িয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বুধবার (৫ জুন) বেলা আনুমানিক ১২টার দিকে সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কের ধর্মতীর্থ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মোটরবাইক আরোহী উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা (উত্তর পাড়া) এলাকার ও সরাইল বাজারের হোমিও চিকিৎসক লিংকন মিয়ার ছেলে মো: জাহিদুল ইসলাম আসিফ (২৩)। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আসিফ মোটরসাইকেল চালিয়ে সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কের ধর্মতীর্থ এলাকায় ঘুরতে যাচ্ছিল। তারা ওখানে একটি রিসোর্টের কাছে মোটরসাইকেল দাঁড় করানোর সময় নাসিরনগরগামী একটি সিএনজি চালিত অটোরিকশা পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আসিফ ছিটকে পড়ে যায়। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণ হয় তার। 

সেখান থেকে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। 

নিহতের পরিবারে চলছে শোকের মাতম তার বাবা মা বারবার মূর্ছা যাচ্ছিলেন। মঙ্গলবারই আসিফ মোটরবাইকটি ক্রয় করে বলে জানায় পরিবারের লোকজন। 

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে ঘাতক সিএনজি'র চালক পালিয়ে যায়। গাড়িটি আটক করা সম্ভব হয়নি।

এএইচ