ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৩ এএম, ৬ জুন ২০২৪ বৃহস্পতিবার | আপডেট: ১২:০১ পিএম, ৬ জুন ২০২৪ বৃহস্পতিবার

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শুক্রবার (৭ জুন) ভারতের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ঢাকা ছাড়ার কথা রয়েছে বলে জানা গেছে। 

আগামী শনিবার শপথ নিতে পারেন নরেন্দ্র মোদি। বুধবার রাতে টেলিফোনে আলাপকালে শপথ অনুষ্ঠানে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি। শেখ হাসিনা তার এ আমন্ত্রণ গ্রহণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. নুরএলাহি মিনা।

এর আগে বুধবার (৫ জুন) ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে জয়লাভের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা। এ উপলক্ষে নরেন্দ্র মোদিও শেখ হাসিনা ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

প্রধানমন্ত্রী শুক্রবার বিকেল ৪টায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। শনিবার নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ জুন দুপুরে দেশে ফিরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্পিস রাইটার এম নজরুল ইসলাম।

এএইচ