ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

ইপসা`র উদ্যোগে পরিবেশ দিবস উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ৬ জুন ২০২৪ বৃহস্পতিবার | আপডেট: ০৫:৩২ পিএম, ৬ জুন ২০২৪ বৃহস্পতিবার

ইপসা ও  পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৪ উদযাপিত হয়েছে।

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এদিন উপলক্ষ্যে বিশেষ আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি নুরে আলম মিনা, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, পুলিশ সুপার এস, এম, শফিউল্লাহ্। স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা'র পক্ষে উপস্থিত ছিলেন, ইপসা'র এডভোকেসি ইউনিটের ফোকাল এবং ফ্রি কিডস্ প্রজেক্ট সমন্বয়কারী মুহাম্মদ আলী শাহীন। 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগরের পরিচালক জনাব হিল্লোল বিশ্বাস।

ইপসা ফ্রি কিডস্ প্রজেক্ট প্রকল্পের আওতাধীন সকল সেন্টারে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে ইপসা- ফ্রি কিডস্ প্রজেক্ট। এসময় প্রকল্পের আওতাধীন শিশু ও অভিভাবকেরা দিবসটির বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন করে।

চট্টগ্রাম নগরীতে প্রকল্পের আওতাধীন মুরাদপুর সেন্টারে বিশ্ব পরিবেশ পালন করেছে ফ্রি কিডস্ প্রজেক্ট। এতে শিশুরা নিজের হাতে গাছের চারা রোপন করে ও পানি দেয়। দিবসটির গুরুত্ব নিয়ে এ সময় শিশুদের মাঝে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সীতাকুণ্ডের বারআউলিয়াতেও ইপসা সেইফটি ফার্স্ট সেন্টারে পরিবেশ দিবস পালিত হয়েছে। ফ্রি কিডস প্রকল্পের আওতাধীন শিশুরা এ সময় গাছের চারা রোপনে অংশ নেয়।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কক্সবাজারেও বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে ইপসা - ফ্রি কিডস্ প্রজেক্ট।

দিবসটির অংশ হিসেবে প্রকল্পের আওতাধীন কক্সবাজারের  সমিতিপাড়া সেন্টারে বিকেলে শিশুরা নিম, টগর, বাগানবিলাস, লেবু, পেয়ারা, চায়নিজ পাম গাছ রোপন করে। এর আগে পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত হয়। 

বিকেলে কক্সবাজারের বাসিন্যাপাড়া সেন্টারে প্রকল্পের আওতাধীন শিশুদের সাথে পরিবেশ দিবস,  গাছ লাগানোর গুরুত্ব, নদী ও খাল ভরাটের ক্ষতিকর দিক, প্লাস্টিক বর্জ্যের সর্বনাশা দিক সম্পর্কে আলোচনা করা হয়। 

এরপর শিশুরা পোষ্টার ও ব্যানার হাতে সেন্টারে ও সমুদ্র সৈকতে সচেতনতামূলক মানব বন্ধনে অংশগ্রহন করে।

কক্সবাজারের চৌফলদন্ডীতেও ইপসা- ফ্রি কিডস্ প্রজেক্ট বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে। দিবসটি উপলক্ষে প্রকল্পের কর্মীরা এখানে আলোচনাসভা ও র‌্যালী আয়োজন করে। এতে প্রকল্পের আওতাধীন শিশু ও অভিভাবকেরা অংশগ্রহণ করে। 

উল্লেখ্য, ফ্রি কিডস প্রকল্পটি আন্তর্জাতিক দাতা সংস্থা সলিডার সুইস এর সহযোগিতায় ইপসা বাস্তবায়ন করছে। পরিবেশ সচেতনতার নানা দিক নিয়ে ইপসা দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে কাজ করে আসছে। 

/আআ/