ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, ৯ জেলায় তাপপ্রবাহ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:১৭ পিএম, ৭ জুন ২০২৪ শুক্রবার
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় আজ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির আভাস রয়েছে।
আজ রাজশাহী, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল ও পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ দেশের উত্তরাঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তব্য অন্য সব অঞ্চলে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি ভাব অব্যাহত থাকতে পারে।
কেআই//