ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

নাটোর সার্কিট হাউসে আগুন, পুড়ে গেছে ভিআইপি কক্ষ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ০২:৩৯ পিএম, ৮ জুন ২০২৪ শনিবার

নাটোর সার্কিট হাউসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌণে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার ভোরে ওই আগুন লাগার ঘটনা ঘটে। এতে সার্কিট হাউসের তৃতীয় তলার ভিআইপি কক্ষ পুড়ে গেছে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

নাটোর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ফিরোজ কুতুবী বলেন, এনডিসি স্যারের মাধ্যমে আমরা আগুনের খবর পাই। খবর পাওয়ার সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তৃতীয় তলার একটি কক্ষে আগুন জ্বলে দেখতে পাই। কক্ষের জানালা দরজায় আগুন জ্বলতে দেখা যায়। এসময় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় পৌণে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। 

মশার কয়েল অথবা সিগারেটের আগুন থেকে এর সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। 

জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা জানান, নাটোরের গণপূর্ত বিভাগ ঠিকাদারের মাধ্যমে কক্ষটি সংস্কারের কাজ করাচ্ছিলেন। জেলা প্রশাসনের কাছে কক্ষটি এখনও হস্তান্তর করেনি গণপূর্ত বিভাগ। আগুনে কক্ষে লাগানো কাঠের দরজা ও জানালাসহ ঠিকাদারের রাখা কাঠের কিছু মালামাল পুড়ে গেছে। কিভাবে আগুন লাগলো সেটা তদন্ত করা হচ্ছে।

এএইচ