ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৪ ১৪৩১

চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টির ৬ সদস্য গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২৩ পিএম, ৮ জুন ২০২৪ শনিবার

চুয়াডাঙ্গায় জেলা পুলিশ অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৬ সদস্যকে গ্রেপ্তার এবং চেতনাশক ওষুধ উদ্ধার করেছে। 

আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় জেলা পুলিশ। গত চারদিনে জেলার কয়েকটি পশুহাট ও যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) নাজিমউদ্দিন আল আজাদ লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এসময় পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন, উপসহকারী পরিদর্শক (এসআই)  হাসান আলী ও রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন। 

পুলিশ অভিযানে গ্রেপ্তারকৃত হলেন, বাগেরহাটের শরণখোলা উপজেললার দক্ষিণ রাজাপুরের মো. বাচ্চু মিয়া এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের শাহাবুদ্দিন ওরফে শুকচান ও ঈশ্বরচন্দ্রপুরের  মো. সালামত, দামুড়হুদা উপজেলা দুধপাতিলা গ্রামের হাসেম আলী, জীবননগর উপজেলার সন্তোষপুরের ইব্রাহিম ওরফে ইব্রা ও মৃগমারী গ্রামের আব্দুর রাজ্জাক।

অতিরিক্ত পুলিশ সুপার নাজিমউদ্দিন আল আজাদ বলেন, জেলায় ১১টি পশুহাট আছে। ঈদ-উল আজহা উপলক্ষে এসব হাটে আসা ব্যাপারী ও চাষীদের টার্গেট করে অজ্ঞান পার্টি তৎপর রয়েছে। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরণের তৎপরতা কেউ চালাতে না পারে সেজন্য পুলিশি নজরদারী অব্যাহত রয়েছে।

এএইচ