রাজধানীতে কাঙিক্ষত বাংলাদেশের সেমিনার অনুষ্ঠিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৫৭ পিএম, ৮ জুন ২০২৪ শনিবার
দুর্নীতিমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেমিনার ও মুক্ত আলোচনা। রাজধানীর খামারবাড়িতে কাঙিক্ষত বাংলাদেশ নামের একটি সংগঠন সমাবেশের আয়োজন করে।
সাবেক কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মাসুদ আহমেদের সভাপতিত্ব সেমিনারে প্রদান অতিথি ছিলেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন এমপি। বিশেষ অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কামাল উদ্দিন ও ড. রেজা কিবরিয়া। সাবেক কর কমিশনার মো. আসাদুজ্জামান পুরো অনুষ্ঠান সঞ্চালনা ও সমন্বয় করেন।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন লে. কর্ণেল আবু ইউসুফ যোবায়ের উল্লাহ্ পি এসসি (অব.)। সূচনা বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও কাঙিক্ষত বাংলাদেশের যুগ্ম সম্পাদক আহমেদ আলী শেখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, অধ্যাপক সুলতান মাহমুদ রেজা, সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, এমদাদ হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্টজনেরা। সেমিনারে দুর্নীতি দমন মামলার জন্য আলাদা আদালত গঠনসহ তিনটি সুপারিশমালা প্রদান করেন বক্তরা।