ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

দৌলতদিয়ায় ফেরিঘাটের স্বল্পতা, ঈদে দুর্ভোগের শঙ্কা

রাজবাড়ী  প্রতিনিধি

প্রকাশিত : ০৩:০২ পিএম, ১০ জুন ২০২৪ সোমবার

দোলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে তিনটি ফেরিঘাট সচল রয়েছে। বর্তমানে যাত্রী ও গরু-পণ্যবাহী যানবাহন পারাপারে কোন ভোগান্তি না থাকলেও ঈদে দুর্ভোগের আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা।

ঈদের আগে আরও একটি ঘাট সচল করার কথা থাকলেও এখনও সেটি চালু করতে পারেনি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। 

এতে ঈদের আগে এ রুটে যানবাহনের পরিমাণ কয়েক গুন বাড়লে ভোগান্তির শঙ্কা রয়েছে বলে মনে করেন এ ঘাট দিয়ে চলাচলরত যানবাহন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে নদীতে পানি বাড়ছে। এতে নদীতে স্রোতও বাড়ছে। 

ফেরি ঘাট কম ও নদীতে স্রোত বেশি দেখা দেওয়ায় ঈদের আগে ও পরে ফেরি পারাপারে দুর্ভোগ বাড়ার আশঙ্কা রয়েছে। 

দৌলতদিয়া অংশে ৭টি ফেরি ঘাটের তিনটি ঘাট সচল রয়েছে। গত পাঁচ বছরে ১,২,৫ ও ৬ এ চারটি ঘাট নদী ভাঙ্গনে বিলীন হলেও এখনেও এ ঘাটগুলো সচল করতে পারেনি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

বিআইডব্লিটিএ'র দৌলতদিয়া অংশের উপসহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, ৬নং ফেরি ঘাটটি বর্তমানে মিড ওয়াটার লেভেলে এসেছে। এ ঘাটের কাজ শেষের দিকে, ঘাটের দুই পাশে জিও ব্যাগের বস্তা ফেলার কাজ শেষ হলে ঘাটটি সচল করা যাবে।

এএইচ