ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

৪ উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৩ পিএম, ১০ জুন ২০২৪ সোমবার

বাংলাদেশের পেস বোলিং আক্রমণে কুপোকাত দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে প্রোটিয়ারা। ৪.২ ওভারে মাত্র ২৩ রান করতেই প্রথম সারির ৪ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়েছে দক্ষিণ আফ্রিকা।

প্রোটিয়া শিবিরে জোড়া আঘাত হানেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। তার গতির শিকার হয়ে ফেরেন দক্ষিণ আফ্রিকার দুই তারকা ওপেনার। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে অধিনায়ক এইডেন মার্করামকে ফেরান তাসকিন আহমেদ।

ইনিংসের প্রথম ওভারেই সাফল্য পেলেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। ওভারের একিবারে শেষ বলে প্রোটিয়া ওপেনার রেজা হেনরিকসকে ফেরান সাকিব। তার বিদায়ে ১ ওভারে ১১ রানে প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা। 

সোমবার যুক্তরাষ্ট্রের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি নবম আসরের ২১তম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ- দক্ষিণ আফ্রিকা অতীতে টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে অংশ নেয়। আটবারের সাক্ষাতে একক আধিপত্য বিস্তার করেই জয় পেয়েছে প্রোটিয়ারা। অতীতের না পারার সেই আক্ষেপ আজ ঘুচাতে চায় টাইগাররা।

দক্ষিণ আফ্রিকা চলতি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলছে। প্রথম ম্যাচে তারা সাবেক চ্যাম্পিয়ন শ্রীলংকাকে ৭৭ রানে গুঁড়িয়ে দিয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করে। দ্বিতীয় নেদারল্যান্ডসে ১০৩/৯ রানে থামিয়ে ৬ উইকেটের জয় পায়।

আর বাংলাদেশ ক্রিকেট দল নিজেদের প্রথম ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা হারিয়ে মিশন শুরু করে। আজ দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ।

কেআই//