ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

গাইবান্ধায় ক্লাসে ঢুকে ৪ ছাত্রীকে ছুরিকাঘাত, নারী আটক

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত : ০২:৩৪ পিএম, ১১ জুন ২০২৪ মঙ্গলবার

গাইবান্ধার সাদুল্লাপুরে একটি স্কুলের ক্লাসরুমে ঢুকে ৪ ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। স্থানীয়রা ঘাতক ওই নারী জান্নাতি আকতারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

মঙ্গলবার স্কুল চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

আটককৃত নারী সাদুল্লাপুর উপজেলার গয়েশপুর গ্রামের বাসিন্দা।

সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন সুভন জানান, আজ সকালে স্কুল চলাকালীন সময়ে হঠাৎ করে জান্নাতি আকতার নামের ওই নারী স্কুলের ক্লাসে ঢুকে পড়ে এবং ছাত্রীদের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করতে থাকে। এতে আহত হয় ছাত্রী মোহনাসহ ৪ জন। 

আহতদের সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। 

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনগণসহ শিক্ষক-শিক্ষার্থী আটককৃত ওই নারীর বিচার দাবিতে বিক্ষোভ করেছে। 

এএইচ