ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১ ১৪৩১

সিন্ধু সাংবাদিকদের জন্য ‘সবচেয়ে অনিরাপদ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ১১ জুন ২০২৪ মঙ্গলবার

সাংবাদিকদের নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতার জন্য কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে সিন্ধুর সাংবাদিক ইউনিয়ন ও প্রেস ক্লাবের নেতারা। পাকিস্তানে সাংবাদিকদের জন্য ‘সবচেয়ে উদ্বেগজনক’ জায়গাগুলোর একটি হল সিন্ধু।

ডন জানিয়েছে, করাচি প্রেস ক্লাবে বৃহস্পতিবার ফ্রিডম নেটওয়ার্কের ‘সহিংসতার ছায়ায় সাংবাদিকতা’ শীর্ষক বিশেষ প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠানে তারা উদ্বেগ  জানান।

ফ্রিডম নেটওয়ার্কের নির্বাহী পরিচালক ইকবাল খাত্তাক বলেন, পাকিস্তানে সাংবাদিকদের জন্য সবচেয়ে উদ্বেগজনক প্রদেশের একটি সিন্ধু। যদিও সেখানে গণমাধ্যম ব্যক্তিদের ক্ষেত্রে অপরাধের দায়মুক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি বিশেষ আইন রয়েছে।

তিনি বলেনে, ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে সিন্ধুতে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতার ১৮৪টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণ গেছে ১০ জনের।
সাংবাদিকদের ক্রমবর্ধমান প্রভাব, তাদের নিম্ন আয়ের প্রেক্ষাপট, সংবাদ শিল্পে শ্রম আইন প্রয়োগের অভাব এবং ডিজিটাল সুরক্ষায় দক্ষতার অভাব, সাংবাদিকদের হুমকির মুখে ফেলা এবং অযাচিত ঝুঁকি নিতে বাধ্য করার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয় প্রতিবেদনে।

এমন অবস্থায় সাংবাদিক ইউনিয়নগুলোকে সিন্ধু বার কাউন্সিলের আইনগত সহায়তা করা উচিত বলে সুপারিশ করেছে ফ্রিডম নেটওয়ার্ক। প্রদেশ জুড়ে আঞ্চলিক অফিস স্থাপন করে সাংবাদিকদের সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে সিন্ধু কমিশনকে।

পাকিস্তান জার্নালিস্ট সেফটি কোয়ালিশনের সিন্ধু শাখার সভাপতি আমির লতিফ বলেন, প্রদেশটিতে সাংবাদিকদের ওপর হামলা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিষয়টি হল সাংবাদিকদের সমর্থন করছে না রাষ্ট্র।

কেআই//