ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সোশ্যাল ইসলামী ব্যাংকে `মুদারাবা ইন্টারন্যাশনাল টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট’ এর উপর ওয়ার্কশপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ১১ জুন ২০২৪ মঙ্গলবার | আপডেট: ০৭:০০ পিএম, ১১ জুন ২০২৪ মঙ্গলবার

সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন প্রোডাক্ট “মুদারাবা ইন্টারন্যাশনাল টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট” এর উপর এক ওয়ার্কশপ ১০ জুন ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম কর্মশালার উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান সহ সংশ্লিষ্ট বিভাগের প্রধান ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিভিন্ন শাখা-উপশাখার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ভার্চুয়ালি এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। 

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম উল্লেখ করেন, সোশ্যাল ইসলামী ব্যাংকের এই অ্যাকাউন্টের আওতায় সর্বোচ্চ প্রাক্কলিত ৮.৬ শতাংশ মুনাফায় বৈদেশিক মুদ্রা সঞ্চয় করা যায়। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কেআই//