প্রবাসীর উপর কিশোরগ্যাংয়ের হামলা, প্রাণনাশের হুমকি
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত : ০৯:৪৫ এএম, ১২ জুন ২০২৪ বুধবার
টাঙ্গাইলের ভূঞাপুরে কিশোরগ্যাংয়ের হাতে মারধর ও হামলার শিকার হয়েছেন জাহাঙ্গীর আলম তালুকদার নামে এক প্রবাসী। একই সঙ্গে তার টাকা ছিনতায়ের চেষ্টা করে কিশোরগ্যাংয়ের সদস্যরা। পরে ওই প্রবাসী দৌঁড়ে একটি বাড়িতে আশ্রয় নিলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান চলে যায় তারা।
মঙ্গলবার (১১ জুন) দুপুরে উপজেলা পৌর শহরের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ের একটি মার্কেটের সামনে এমন ঘটনা ঘটে।
প্রবাসী জাহাঙ্গীর আলম তালুকদার পৌরসভার ঘাটান্দি গ্রামের আবুল হোসেন তালুকদারের ছেলে। তিনি সম্প্রতি বাহরাইন থেকে দেশে এসেছেন। হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানায়, জাহাঙ্গীর তার ভাতিজাকে নিয়ে তার বাসার দিকে যাচ্ছিলেন। এ সময় পুকুরপাড়ে কিশোরগ্যাংয়ের সদস্যদের রাস্তা থেকে মোটরসাইকেল সরাতে বলে জাহাঙ্গীর। এনিয়ে তর্কাতর্কির একপর্যায়ে তার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে কিশোরগ্যাংয়ের সদস্যরা।
এরপর সে প্রাণরক্ষার্থে দৌড়ে একটি বাসায় আশ্রয় নিলে সেখানেও হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় গ্যাংয়ের সদস্যরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়।
আহত জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, মাদরাসা থেকে ভাতিজাকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। এসময় কিশোরগ্যাংয়ের সদস্যদের মোটরসাইকেলগুলো রাস্তার উপর থেকে সরিয়ে রাখতে বলি। এতে তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে বেশ কয়েকজন কিশোরগ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র দিয়ে আমার উপর হামলা করে।
তিনি আরও জানান, এ সময় আমার কাছে থাকা ৯০ হাজার টাকা ছিনতাই করার চেষ্টা করে। পরে প্রাণ বাঁচাতে দৌড়ে একটি বাসায় আশ্রয় নিলে সেখানেও হামলা করে তারা। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
এ ঘটনায় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, ঘটনাটি শোনার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএইচ