ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে এলেঙ্গা পর্যন্ত দীর্ঘ যানজট

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত : ১০:০২ এএম, ১২ জুন ২০২৪ বুধবার | আপডেট: ১০:০৮ এএম, ১২ জুন ২০২৪ বুধবার

অতিরিক্ত গাড়ির চাপ ও চালকদের এলোমেলো গাড়ি চালানোর কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে ১৪ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজ‌টের সৃ‌ষ্টি হয়েছে। 

বুধবার (১২ জুন) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হ‌য়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, মধ্যরাত থেকে যানবাহনের চাপ বেড়ে যাওয়া ও যানবাহনের চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। 

যানজট নিরসনে মহাসড়কে পুলিশ কাজ করছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে জানান ওসি।

এএইচ