কোরবানির বর্জ্য ২৪ ঘন্টার মধ্যে অপসরণের নির্দেশ লক্ষ্মীপুর পৌর মেয়রের
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ১৩ জুন ২০২৪ বৃহস্পতিবার | আপডেট: ১২:১৪ পিএম, ১৪ জুন ২০২৪ শুক্রবার
আসছে আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আযহা। এই দিনে কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘন্টার মধ্য অপসরণ করার নির্দেশ দিলেন লক্ষ্মীপুর পৌসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া।
বুধবার (১২ জুন) সকাল ১১ টায় পৌর পরিচ্ছন্ন কর্মীদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় মেয়র পরিচ্ছন্ন কর্মিদের মাঝে সুরক্ষা পোষাক বিতরণ করেন এবং তাদের জন্য ঈদের আগের দিন আলাদা করে পশু জবাই করা হবে বলেও জানান।
এসময় মেয়র আরও বলেন, "পবিত্র ঈদুল আযহার দিন পৌরসভার যে সকল নির্দিষ্ট স্থানে কোরবানির পুশু জবাই করা হবে সে সকল স্থান থেকে কোরবানি করা সকল পশুর বর্জ্য ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে।"
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌর সচিব আলা উদ্দিন, কাউন্সিলর তাহের বিন সুমন পাটোয়ারী, সংরক্ষিত মিহলা কাউন্সিলর তাছলিমা আক্তারসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারিরা।
এমএম//