ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১ ১৪৩১

পংকজ নাথের প্রশ্নে যা বললেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫০ এএম, ১৪ জুন ২০২৪ শুক্রবার

সংসদে আবারও প্রশ্নোত্তর পর্বে  অর্পিত সম্পত্তির বিষয়টি। বহুদিন ধরে ঝুলে থাকা গুরুত্বপূর্ণ ইস্যুটি নতুন করে আলোচনায় স্থান পেয়েছে। বরিশালের সংসদ সদস্য পংকজ নাথ প্রশ্নটি করেন ভূমিমন্ত্রীকে।  জবাবে তিনি নারায়ন চন্দ্র চন্দ বলেন,  সারা দেশে 'ক' তালিকাভুক্ত অর্পিত সম্পত্তির মালিকানা দাবী করে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে মোট ১ লাখ ১৪ হাজার ৩১০টি মামলা দায়ের করা হয়। এতে ৩৩ হাজার ৮৯২টি মামলার রায় ঘোষিত হয়েছে। এর মধ্যে ১৪,৭১৪টি মামলায় ভুক্তভোগীদের পক্ষে রায় হয়। এতে মোট সম্পত্তির পরিমাণ ১২ হাজার ১১৫.৯১ (বার হাজার একশত পনের দশমিক নয় এক) একর।

অপরদিকে, বাতিলকৃত 'খ' তফসিলভুক্ত সম্পত্তির মালিকানা দাবী করে ৪ লাখ ১৫ হাজার ৩৯৮টি নামজারীর আবেদন দাখিল করা হয়। আবেদনকারীগণের পক্ষে এ পর্যন্ত ৩ লাখ ৮৯ হাজার ৮৪১টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। নিষ্পত্তিকৃত আবেদনের বিপরীতে ভুক্তভোগীদের নিকট হস্তান্তরকৃত জমির পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ২০৭.০৭ (দুই লাখ তিপ্পান্ন হাজার দুইশত সাত দশমিক শূন্য সাত) একর।

উল্লেখ্য সংসদের কাছে বরিশাল-৪ আসনের এমপি পংকজ নাথ বলেন, ভূমি মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলবেন কি, অর্পিত সম্পত্তি আইন প্রণয়নের পর ‘ক’ ও ‘খ’ তালিকাভুক্ত এই পর্যন্ত কী পরিমাণ জমি ভুক্তভোগীদের নিকট হস্তান্তর করা সম্ভব হয়েছে?