ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ মারা গেছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩ এএম, ১৪ জুন ২০২৪ শুক্রবার

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ (৭০) গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা সেনানিবাসের সিএমএইচয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৪ জুন) ভোর সাড়ে ৫ টায় মারা যান তিনি। 

জুমার নামাজের পর মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং আর্মি কবরস্থানে যথাযথ সন্মানের সঙ্গে তাকে দাফন করা হবে। 

পরিবারের সদস্যরা জানান, গত দুমাস ধরে তিনি অসুস্থ্য অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন।এরআগে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও গিয়েছিলেন। সেখান থেকে দেশে ফেরার পর সাবেক এ সেনা কর্মকর্তার স্বাস্থ্যের অবনতি ঘটলে সিএমএইচে ভর্তি করা হয়। 

মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব কমিটির চেয়ারম্যান ছিলেন।

এমএম//