ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০৬ পিএম, ১৪ জুন ২০২৪ শুক্রবার

বেতনের দাবিতে শ্রমিকদের অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। তবে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলেও ধীরগতিতে যান চলাচল করছে।

বেতন-বোনাসের দাবিতে শুক্রবার বেলা ১১টা থেকে কুমিল্লার চান্দিনা উপজেলার বেলাশ্বর এলাকায় আন্দোলনে নামেন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েন ঈদে ঘরমুখো মানুষ, পশুবাহী পরিবহন ও অ্যাম্বুলেন্সের রোগীরা।

জানা গেছে, একটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থানের কারণে ২০ কিলোমিটারের বেশি এলাকায় উভয় দিকে যানজট ছড়িয়ে পড়ে। পৌনে ১টায় শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলেও বিকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ধীরগতিতে যান চলাচল করছে। 

ঢাকা থেকে কুমিল্লায় যাত্রা করা বাস যাত্রী আছাদুল ইসলাম বলেন, চান্দিনা এলাকায় এক ঘণ্টা আটকে ছিলাম। দুই ঘণ্টার জায়গায় ৪ ঘণ্টায় কুমিল্লায় পৌঁছেছি।

কয়েকজন শ্রমিক জানান, গত দুই মাসের বকেয়া বেতনসহ বোনাসের টাকা না দেওয়ায় বাধ্য হয়ে অবরোধে নামের তারা। তবে শনিবার বেতনের আশ্বাসে তারা সড়ক ছেড়েছেন। সময় মতো বেতন দেয়া না হলে আবারও আন্দোলনে যেতে পারেন বলে জানান তারা। 

শিল্প পুলিশের কুমিল্লার পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, প্রশাসনের আশ্বাসে মহাসড়ক থেকে সরে দাঁড়িয়েছেন শ্রমিকরা। আমরা দুই পক্ষের সাথেই কথা বলেছি। এর একটা সমাধান হয়েছে। বর্তমানে ঢাকামুখী লেনে যানজট নেই। চট্টগ্রামমুখী লেনে কিছু ধীরগতি রয়েছে। 

কেআই//