ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

আষাঢ়ের প্রথম দিন আজ, চারুকলায় হলো বর্ষা উৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯ এএম, ১৫ জুন ২০২৪ শনিবার | আপডেট: ১১:৪১ এএম, ১৫ জুন ২০২৪ শনিবার

আষাঢ়ের প্রথম দিন আজ। বর্ষাকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল বর্ষা উৎসব। সত্যেন সেন শিল্পী গোষ্ঠী এবং বর্ষা উৎযাপন পরিষদের উদ্যোগে ১৬ বারের মতো বকুলতলায় এই আয়োজন। 

শনিবার সকালে মেঘমল্লার রাগে বাঁশির মনোমুগ্ধকর ধ্বনিতে শুরু হয় অনুষ্ঠান। প্রকৃতি সুরক্ষা দিতে এমন আয়োজনের বিকল্প নেই বলছেন আয়োজকরা। 

গ্রীষ্মের প্রবল খরতাপে প্রকৃতি যখন দগ্ধ, মৃতপ্রায় তখনই সঞ্জীবনী সুধারস নিয়ে হাজির হয় বর্ষা ঋতু। রূপময় ও চির যৌবনা বর্ষাকে স্বাগত জানাতে চারুকলার বকুলতলায় বসেছে এই বর্ষা বন্দনা উৎসব।

সমবেত গান, একক আবৃত্তি, সংগীত ও কথামালায় অংশ নেন বিশিষ্ট শিল্পী ও বরেণ্য ব্যক্তিত্বরা।  

বাংলার ঋতু বৈচিত্র্যের সাথে একাত্ম হয়ে বর্ষাকে বরণ করে নিতে শিশু কিশোর, তরুণ তরুণীসহ বিভিন্ন বয়েসী মানুষ সকাল থেকে ছুটে আসেন চারুকলায়। 

এমন উৎসবের মাধ্যমে মানুষ প্রকৃতিকে ভালবাসতে শিখবে বলে মনে করেন আগতরা।

বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে এই উৎসব এক ধরনের আন্দোলন বলেও জানান আয়োজকরা। এর মাধ্যমে মানুষের মাঝে প্রকৃতিকে সুরক্ষা দেয়ার সচেতনতা গড়ে উঠবে।

সবুজ, সজীব পৃথিবী গড়ে তুলতে শিশুদের মাঝে তুলে দেয়া হয় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা।

আষাঢ় ও শ্রাবণ-দুই মাস বর্ষাকাল। আর বর্ষাকাল মানেই মেঘ, বৃষ্টি, প্রেম, নতুন প্রাণ, জেগে ওঠার গান। বর্ষায় ফোটে কদম ফুল, যা বর্ষার রূপকে বাড়িয়ে দেয়। আরও ফোটে কেতকী। শহরের একঘেয়ে যান্ত্রিক জীবনে বর্ষা কিছুটা হলেও প্রভাব ফেলে। বৃষ্টি শহরের ধুলোবালিকে বশ করে। 

বাংলার কৃষি ও অর্থনীতি বৃষ্টিনির্ভর। যথাযথ বৃষ্টিপাত ফসল ফলাতে সহায়তা করে। 

তাই বর্ষাকাল আমাদের জীবনে সামগ্রিকভাবে গুরুত্বপূর্ণ।

এএইচ