ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩ এএম, ১৮ জুন ২০২৪ মঙ্গলবার | আপডেট: ১১:৪৩ এএম, ১৮ জুন ২০২৪ মঙ্গলবার

রাজধানীতে প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হয়েছেন। এতে আহত আরও হয়েছেন তিনজন। 

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উল্টো দিকের সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রেজা রাব্বি (২৮) ও মোহাম্মদ রাসেল (৩০)। নিহত রাব্বি মিরপুর মাজার রোড এলাকায় মো. সেলিম রেজার ছেলে। আর মিরপুরের ব্লক-ই, ফাস্ট কলোনীর জাকির হোসেনের ছেলে রাসেল। 

আহত তিনজন হলেন রাতুল (২৭), সাগর (২৮) ও বিপ্লব (৩০)। জানা গেছে, হতাহতরা সবাই একে অপরের বন্ধু ছিলেন।

রাজধানীর কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন,  প্রাইভেট কারে করে মিরপুর ১০ নম্বর থেকে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন পাঁচজন। এ সময় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উল্টো দিকের সড়কে আসার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে পাঁচজনই গুরুতর আহত হন। 

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢামেকে নিয়ে যাওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি ৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান,  নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

এএইচ