ঢাকা, শনিবার   ২৯ জুন ২০২৪,   আষাঢ় ১৫ ১৪৩১

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০২:৪০ পিএম, ১৮ জুন ২০২৪ মঙ্গলবার | আপডেট: ০২:৪২ পিএম, ১৮ জুন ২০২৪ মঙ্গলবার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎপৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বাড়ির উঠান ঝাড়ু দেয়ার সময় বিদ্যুতের তারের লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে সদর উপজেলার মামুদপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন নূর বানু ও তার মেয়ে বিলকস বেগম। তারা লক্ষীপুর জেলার রায়পুর থানার চরআবাবিল গ্রামে নুর মিয়ার স্ত্রী ও মামুদপুর এলাকায় গোলাপ মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ ও স্থানীয় জানায়, অসহায় মা-মেয়ে দুজনেই বিভিন্ন বাসা বাড়িতে গৃহকর্মী কাজ করে দিনযাপন করতেন। আত্মীয়স্বজন থাকলেও কেউ তাদের খোঁজ খবর রাখেন না। বাড়িওয়ালা কুমিল্লায় বসবাস করাতে বাসাটি দেখে রাখতেন তারা। সকালে বৃদ্ধ মা বাড়ির উঠান ঝাড়ু দেয়ার সময় বিদ্যুতের তারের লিকেজে লোহার খুঁটিতে বিদ্যুৎ চলে আসে। এসময় খুঁটিতে ধরে চিৎকার দিলে মেয়ে বিলকিস মাকে জড়িয়ে ধরলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুইজন মৃত্যু হয়। 

পরে আশপাশের লোকজন এসে বিদ্যুৎতের সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করেন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রেজাউল জানান, মরদেহ দুটি উদ্ধারের পর পরিবার ও স্বজনরা বিনা ময়নাতদন্তের জন্য আবেদন করলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া নিহতের স্বজন ও বিদ্যুৎ বিভাগের লোকজনকে খবর দেয়া হয়েছে। 

অভিযোগ পেলে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

এএইচ