ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

গোপালগঞ্জে বাস-কার-ইজিবাইকে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২৮ পিএম, ১৮ জুন ২০২৪ মঙ্গলবার | আপডেট: ০৩:২৯ পিএম, ১৮ জুন ২০২৪ মঙ্গলবার

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদি এলাকায় বাস, প্রাইভেটকার ও  ব্যাটারীচালিত ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে চিকিৎসকদের ধারণা।

মারাত্মক আহতদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৮জুন) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস এবং মুকসুদপুর থেকে বরিশালগামী একটি প্রাইভেট কার ঘটনাস্থলে পৌঁছালে একটি ব্যাটারীচালিত ইজিবাইককে সাইড দিতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ হয়। 

এতে ইজিবাইকের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম-রাজিব শেখ, তিনি মুকসুদপুরের মোল্লাদি গ্রামের শুকুর আলী ছেলে। অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

দুর্ঘটনা ঘটার পর ঘন্টাখানেক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এর ফলে রাস্তায় প্রায় ৫ কিলোমিটার এলাকা দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাইদ মোঃ খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, দুঘর্টনার কারণে দুমড়ে মুচড়ে গেছে প্রাইভেটকার ও ইজিবাইকটি। আর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এএইচ