ঢাকা, শনিবার   ২৯ জুন ২০২৪,   আষাঢ় ১৫ ১৪৩১

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ১৮ জুন ২০২৪ মঙ্গলবার

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রাজ হোসেন (১৭) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছে সজীব হোসেন (১৮) নামে এক আরোহী। 

আজ মঙ্গলবার (১৮ জুন) বিকাল ৫টার দিকে সদর উপজেলার বোয়ালমারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত রাজ হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি মহল্লার মজনু মিয়ার ছেলে। আহত সজীব একই এলাকার আবুল কালামের ছেলে। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, রাজ ও সজীব বিকাল ৫টার দিকে মোটরসাইকেল নিয়ে কমলাপুর পিটিআই মোড় থেকে বাড়ি ফিরছিলেন। বোয়ালমারী গ্রামের পুরাতন মসজিদের কাছে পৌঁছালে রয়েল এক্সপ্রেস (ঢাকা-মেট্রো ব ১২- ২১৭৩) নামক যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। 

এতে মোটরসাইকেলে থাকা দুই বন্ধু গুরুতর আহত হন। মুমুর্ষ অবস্থায় তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাজকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

এএইচ