ঢাকা, সোমবার   ০১ জুলাই ২০২৪,   আষাঢ় ১৬ ১৪৩১

রিফাত মোল্লা হত্যা মামলার পলাতক আসামি সিয়াম আটক

এস.এম.মনির হোসেন জীবন

প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ২৪ জুন ২০২৪ সোমবার

টঙ্গীর চাঞ্চল্যকর ক্লুলেস রিফাত মোল্লা হত্যার ঘটনায় পলাতক আসামি সিয়াম (১৯) কে উত্তরা পূর্ব থানা এলাকা থেকে গ্রেফতার করেছে  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটক আসামীর নাম  মোঃ সিয়াম আহম্মেদ (১৯)। ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার মৃত মঞ্জু মিয়ার পুত্র। 

গতকাল রোববার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে র‌্যাব-১ একটি দল উত্তরা  পূর্ব থানার  ৪নং সেক্টর পার্কের মূল ফটকের সামনে বিশেষ অভিযান চালিয়ে  তাকে আটক করে।

সোমবার র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মোঃ মাহফুজুর রহমান এসব তথ্য জানান। 

তিনি জানান, ভিকটিমের নাম  রিফাত মোল্লা (২২)। নরসিংদী জেলার রায়পুরা থানার হাইরমারা গ্রামের ইসমাইল হাসানের পুত্র। গত ৪ মাস যাবৎ উত্তরখান থানার ফায়দাবাদ এলাকায় ভিকটিমের ফুফু নাদিরা (৪৮) এর বাসায় থাকিয়া একটি ইলেকট্রিক শো-রুমে চাকুরী করত। গত ১৭ জুন ২০২৪  তারিখ ঈদ-উল-আযহার দিন অনুমানিক ৬ টার সময় ভিকটিম  রিফাত মোল্লা (২২) তার ফুফুর বাসা থেকে কোরবানির গরুর মাংস নিয়া ভিকটিমের মা মোছলিমা আক্তার (৪২) এর বর্তমান বসবাসের ঠিকানা-আদর্শ পাড়া বড়দেওড়া, মকবুলের বাড়ি, থানা-টঙ্গী পশ্চিম, গাজীপুরে যান এবং ঐ দিন রাত অনুমানিক সাড়ে ৮ টার দিকে  ভিকটিম রিফাত মোল্লা বাহিরে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তার মায়ের বাসা থেকে বাহির হন। একই দিন রাত অনুমানিক সাড়ে ৯ টার দিকে  ভিকটিমের মায়ের সহিত ভিকটিমের মোবাইল ফোনে সর্বশেষ কথা হয় এবং পরবর্তীতে একই তারিখ রাত অনুমানিক ১০ টার  পর থেকে ভিকটিম রিফাত মোল্লার (২২) এর মোবাইল ফোন বন্ধ পাইয়া তাহার মা ভিকটিমকে সম্ভাব্য সকল স্থানে খোঁজা-খুঁজি করেন এবং ভিকটিমকে পাওয়ার জন্য খোঁজা-খুঁজি অব্যাহত রাখেন। 

মোঃ মাহফুজুর রহমান জানান, গত ১৮ জুন ২০২৪ তারিখ বিকেল অনুমানিক ৪ টার সময় ভিকটিমের বন্ধু-বান্ধবের মাধ্যমে ভিকটিমের মা সংবাদ পান যে, তাহার ছেলে ভিকটিম রিফাত মোল্লা (২২)’কে- কে বা কাহারা হত্যা করে লাশ গুম করার জন্য টঙ্গী পশ্চিম থানার প্রত্যাশা ব্রীজের নীচে তুরাগ নদীতে ফেলে দেয়। ওই ঘটনার জন্য ভিকটিমের মাতা-মোছলিমা আক্তার টঙ্গী পশ্চিম থানায় পেনাল কোড আইনে একটি  মামলা দায়ের করেন। র‌্যাব-১ এর  সহকারী পরিচালক জানান, এ সময় ঘটনার সাথে জড়িত আটককৃত আসামীর নিকট  থেকে ২টি মোবাইল ফোন ও ২ টি সিমকার্ড উদ্ধারমূলে জব্দ করা হয়। 

র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান,  প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ সিয়াম আহম্মেদ তার সহযোগী অন্যান্য ভিকটিম রিফাত মোল্লা (২২)’কে হত্যা করছে বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।