পাঞ্জাবে নারী ও শিশুর প্রতি সহিংসতা বাড়ছে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৪৪ পিএম, ২৭ জুন ২০২৪ বৃহস্পতিবার
পাকিস্তানের পাঞ্জাবে ১২ বছরের গৃহকর্মী আয়েশা বিবিকে নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রেকঅর্ডার ডটকম গত রোববার এই তথ্য জানিয়েছে।
পাঞ্জাব ইন্সপেক্টর জেনারেল উসমান আনোয়ার গৃহকর্মী নির্যাতনের ঘটনায় অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
তিনি জানান, শিশু ও নারীর বিরুদ্ধে সহিংসতা আমাদের 'রেড লাইনে' রয়েছে। অপরাধীদের রেহাই দেওয়া হবে না। ক্ষতিগ্রস্ত মেয়ে ও পরিবারের প্রত্যাশিত ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
এদিকে নির্যাতনের শিকার মেয়েটিকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় মেয়েটির মা লোধরান সিটি থানায় মামলা দায়ের করেছেন।
জেলা পুলিশ কর্মকর্তা কামরান মুমতাজ ও তদন্ত এসপি নাসির জাভেদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেন। ডিপিও কামরান মুমতাজ মেয়এটির পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন।
কেআই//