যেমন থাকবে আজকের আবহাওয়া
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৫৪ এএম, ২৮ জুন ২০২৪ শুক্রবার
শুক্রবার (২৮ জুন) ভোর থেকে রাজধানী ঢাকার প্রায় সব এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে। সকালে যারা ঘর থেকে বের হয়েছেন তারা ছাতা নিয়ে না হয় ভিজে ভিজে গন্তব্যে যেতে দেখা গেছে। এর আগে সবশেষ আবহাওয়ার পূর্বাভাসে আজ দেশের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির কথা জানিয়েছিল আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিন) পূর্বাভাসে বলা হয়েছে- উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ ছাড়াও মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারী থেকে প্রবল অবস্থায় রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রী সে. হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এমএম//