আর্ক ও আলোচিত কে এইচ এন-এ মুগ্ধ শ্রোতারা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ২৯ জুন ২০২৪ শনিবার
বৈষ্টমী রকফেস্ট ২০২৪ এর দ্বিতীয় কনসার্টে অংশ নিয়ে ব্যান্ড সঙ্গীতের লেজেন্ড হাসান নেতৃত্বাধীন আর্ক ও বাংলাদেশের রক, হার্ডরক ও থ্রাসমেটাল গানের গায়ক আলোচিত কে এইচ এন মঞ্চ মাতিয়ে শ্রোতাদের মন জয় করেছেন।
২৮ জুন শুক্রবার বনানীস্থ হোটেল শেরাটন ঢাকায় বিকেল ৪টা থেকে এই আয়োজন করে চলচ্চিত্র, প্রামাণ্য চলচ্চিত্র ও সঙ্গীত প্রযোজনা সংস্থা বৈষ্টমী।
গেল ২ মে বৈষ্টমীর পক্ষ থেকে রকফেস্ট ২০২৪ এর ঘোষণা রাখা হয়েছিল। সেই ধারাবাহিকতায় গেল মাসের ২৯ মে রাজধানীর মুক্তিযুদ্ধ যাদুঘর মিলনায়তনে প্রথম কনসার্ট-টি অনুষ্ঠিত হয়।
বৈষ্টমী রকফেস্ট ২০২৪ এর এবারের কনসার্টে বিকেল ৪টায় পারফর্ম করে গায়ক ইথার হাসানের হাইওয়ে। যাদের শ্রোতাপ্রিয় বেশ কিছু গান উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে।
আলোচিত হার্ডরকার কে এইচ এন হাইওয়ে ব্যান্ডদলের পারফর্ম করার পরেই মঞ্চে চলে আসেন। সাথে ছিল তার রক উইং। তিনি মোহিনী, বৃষ্টি, হান্নান মিয়া, সাদাকালো, শিখাবাঈ, সুরঞ্জনা, সিড়ির নীচে, শ্রেয়া, সুখসহ তার গাওয়া সেরা গানগুলো পরিবেশন করেন। ব্যতিক্রমী গানগুলো শ্রোতাদের উন্মাদনা ও উচ্ছ্বাস বাড়িয়ে দেয়
এরপরই ব্যান্ড সঙ্গীতের অন্যতম লেজেন্ড হাসান তাঁর দল আর্ক কে নিয়ে যুগশ্রেষ্ঠ গানগুলো পরিবেশন করেন। ব্যতিক্রমি গায়কীর সেই হাসানের বহুল জনপ্রিয় গানগুলোর সাথে প্রজন্মের পছন্দের ইথারের গান এবং গায়কী সামর্থ্যের প্রশ্নে অসাধারণ উচ্চতার ভরাট কন্ঠের অধিকারী কেএইচ এন শ্রোতাদের জাগিয়ে তোলেন।
এদিকে শোকাবহ আগস্টে রকফেস্টের চলমান কনসার্ট অনুষ্ঠিত হবে না। ২৬ জুলাই তৃতীয় কনসার্ট হবে বলে জানিয়েছেন বৈষ্টমী কর্ণধার আয়শা এরিন। সেপ্টেম্বরে দুইটা কনসার্ট এর আয়োজন করা হবে। ৮টি কনসার্টের শেষটি ডিসেম্বর মাসে করা হবে।
এরিন জানিয়েছেন যে, "আসছে বছরের শুরুতেই দেশের প্রায় শতাধিক নতুন ব্যান্ডগুলোকে নিয়ে তিনদিনব্যাপী উৎসব করা হবে। শ্রেষ্ঠ ১০টি ব্যান্ড বাছাই করে তাঁদের পাশে সার্বিকভাবে থাকার ইচ্ছে রয়েছে।"
বলাবাহুল্য, এশিয়া প্যাসিফিক ও ইউরোপে কনসার্টের আয়োজনে যাবে বৈষ্টমী। বাংলাদেশকে ভিনদেশী শ্রোতা ও মিউজিশিয়ানদের সামনে তুলে ধরতে বদ্ধ পরিকর বৈষ্টমী, জানিয়েছেন আয়শা এরিন।
এদিনের কনসার্টের প্রতিপাদ্য ছিল, "এই গ্রহে মানুষের গান ও তোমার জীবন।" যার আলোকে সাংবাদিক ও কলাম লেখক জব্বার হোসেন সঞ্চালনা করেন ।
এদিকে হাইওয়ে এবং আর্ক ব্যান্ড দল কে সম্মাননা স্মারক প্রদান করে বৈষ্টমী।
কেআই//