ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

জাতীয় সংসদে অর্থ বিল পাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ২৯ জুন ২০২৪ শনিবার

জাতীয় সংসদে চলতি ২০২৪ সালের অর্থ বিল পাস করা হয়েছে। সরকারের আর্থিক প্রস্তাবাবলি কার্যকরকরণ ও কতিপয় আইন সংশোধনকল্পে আনীত বিলটি (অর্থ বিল, ২০২৪) পাস করা হয়।

শনিবার জাতীয় সংসদের অধিবেশনে অর্থ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ অর্থ বিল পাসের জন্য প্রস্তাব করেন। এর পর বিলটি কণ্ঠ ভোটে  স্থিরীকৃত আকারে পাস হয়।

এদিকে বিলটির ওপর জনমত যাচাইয়ের প্রস্তাব উপস্থাপন করেন বিরোধী দলের সদস্যরা। পরে প্রস্তাবগুলোর উপর আলোচনার পর তা কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

এছাড়া বিরোধী দল ও সরকারি দলের সদস্যরা কিছু সংশোধনী প্রস্তাবও আনেন বিলটির ওপর। এ সংশোধনী প্রস্তাবগুলোয় বেশ কয়েকটি প্রস্তাব অর্থমন্ত্রী গ্রহণ করেন। এরপর বিলটি পাস হয়। 

পরে বাজেটের ওপর সমাপনী বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, মুদ্রানীতির সংকোচনমূলক উদ্যোগের সঙ্গে সঙ্গতি রেখে আমরা রাজস্ব নীতিতেও সহায়ক নীতিকৌশল অবলম্বন করেছি, যেমন বাজেট ঘাটতি হ্রাসকরণ, কম গুরুত্বপূর্ণ ব্যয় নিরুৎসাহিতকরণ এবং বিভিন্ন খাতে কৃচ্ছসাধনের উদ্যোগ।
 
এসব নীতি ও কৌশলের কল্যাণে আগামী বছর মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নেমে আসবে বলে আশা করেন অর্থমন্ত্রী।

এছাড়া রিজার্ভ বাড়ানোর জন্য রফতানি উৎসাহিতকরণ এবং প্রবাসী আয়ে গতি আনতে ক্রলিং পেগ পদ্ধতি প্রবর্তন করা হয়েছে বলে জানান তিনি। 

আগামীকাল রোববার (৩০ জুন) ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট পাস করা হবে।

এএইচ