ঢাকা, বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪,   আষাঢ় ২০ ১৪৩১

হিলিতে ডিমের দাম কমায় খুশি নিন্মআয়ের মানুষ

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ৩০ জুন ২০২৪ রবিবার

সরবরাহ বাড়ায় পাঁচদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে ডিমের দাম প্রতি ৩০ পিসে কমেছে ৪০ টাকা। পাঁচদিন পূর্বে ৩শ’ ৯০ টাকা বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩শ’ ৫০ টাকা বিক্রি হচ্ছে। ডিমের দাম কমায় খুশি নিন্মআয়ের মানুষজন। 

হিলি বাজারের ডিম বিক্রেতারা বলেন, অতিরিক্ত গরমে খামারে মুরগী মারা যাওয়া ও অসুস্থ্য হওয়ায় ডিমের উৎপাদন কমার অজুহাতে ঈদের পর থেকেই ডিমের বাজার ঊর্ধ্বমুখি হয়ে উঠছিল। মোকামে চাহিদামাফিক ডিম পাওয়া যাচ্ছিলনা। দাম বাড়তে বাড়তে প্রতি ৩০ পিস ডিমের দাম ৩৯০ টাকায় উঠে গিয়েছিল। বাড়তি দামে কিনতে হওয়ায় আমাদের বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে। 

তারা আরও বলেন, গত কয়েকদিন বৃষ্টিপাতের ফলে বর্তমানে আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় ডিমের উৎপাদন বেড়েছে। এতে করে মোকামে ডিমের সরবরাহ বাড়ায় দাম নিন্মমুখি হয়েছে। 

এএইচ