ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

সন্তানের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মা নিহত

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ০১:৪৩ পিএম, ৩০ জুন ২০২৪ রবিবার | আপডেট: ০১:৪৭ পিএম, ৩০ জুন ২০২৪ রবিবার

সন্তানের লাশ নিয়ে বাড়ি ফেরা হলো না অবাগা মা মাকসুদা বেগমের। পথের মধ্যে সড়ক দুর্ঘটনায় মা নিজেই লাশ হলেন। বরগুনার আমতলী মহাসড়কে লাশবাহী অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন মারা গেছেন এবং আহত হয়েছে একজন।

রোববার (৩০ জুন) সকাল ৬টার দিকে আমতলী-পটুয়াখালী মহাসড়কের ডাক্তার বাড়ি নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সযোগে সন্তানের লাশ নিয়ে বাড়ি উদ্দেশ্যে কলাপাড়া ধানখালী যাচ্ছিলেন মা মাকসুদা বেগম। বরগুনার আমতলী মহাসড়কের ডাক্তার বাড়ি নামক স্থানে রেন্টেকারের একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় লাশবাহী অ্যাম্বুলেন্সটির।

এতে অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সযাত্রী মাকসুদা বেগম (৫৫) ও রেন্টেকার চালক রুবেল সিকদার (৩৫) মারা যান। 

রেন্টেকারারে এক যাত্রী গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে আমতলী থানার অফিসার ইনচার্জ  সাখাওয়াত হোসেন তপু বলেন, আমতলী ডাক্তার বাড়ি নামক স্থানে সড়ক দুর্ঘটনার তথ্য পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। এতে দুজন নিহত হয়েছে আর একজন গুরুতর আহত হয়েছেন। তাকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এএইচ