ঢাকা, রবিবার   ০৭ জুলাই ২০২৪,   আষাঢ় ২২ ১৪৩১

ভারতীয় ট্রাক থেকে ফেনসিডিল উদ্ধার, চালক আটক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১১:০১ এএম, ২ জুলাই ২০২৪ মঙ্গলবার

বেনাপোল স্থলবন্দরে ভারতীয় ট্রাকে অভিনব কায়দায় সিটের নিচে লুকিয়ে রাখা ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে কাস্টমস ও বিজিবি সদস্যরা। এসময় ভারতীয় ট্রাকচালক রফিকুল মণ্ডল (২৪)কে আটক করা হয়।

সোমবার রাতে বেনাপোল বন্দরের শেড থেকে ফেনসিডিলের এ চালানটি জব্দ করা হয়।  

আটক ট্রাকচালক ভারতের পেট্রাপোল সীমান্তের নাছির আলী মণ্ডলের ছেলে।

কাস্টমস ও বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের শেডের সামনে (WB 25 E 2372) ভারতীয় ট্রাকটিতে তল্লাশী চালানো হয়। এসময় ট্রাকচালকের সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে ৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

বেনাপোল কাস্টমসের উপকমিশনার অথলো চৌধুরী বলেন, বন্দর থেকে ফেনসিডিল উদ্ধার হওয়া ভারতীয় ট্রাক জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও ট্রাকচালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ