ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

নির্মাণ শেষের আগেই দেবে গেছে ২৯ লাখ টাকার সেতু

আফরোজা লুনা, গাইবান্ধা থেকে

প্রকাশিত : ১১:৩৮ এএম, ২ জুলাই ২০২৪ মঙ্গলবার

গাইবান্ধার সুন্দরগঞ্জে নির্মাণ শেষের আগেই দেবে গেছে ২৯ লাখ টাকার সেতু। সিমেন্টের স্লাপের বদলে কাঠের পাটাতন ব্যবহারের অভিযোগও স্থানীয়দের। ঠিকাদারি প্রতিষ্ঠানের নানা অনিয়ম এবং এলজিইডির তদারকি না থাকারও অভিযোগ তাদের। 

সুন্দরগঞ্জ উপজেলার বেলকাঘাটে তিস্তার শাখা নদীর দুপাড়ের মানুষের যাতায়াতে নৌকাই একমাত্র ভরসা।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবিতে ২৮ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মাণ করছে এলজিইডি।  

২০২২ সালে ২০০ মিটার দৈর্ঘ্য ও ৫ ফুট প্রস্থের এই সেতু নির্মাণে কার্যাদেশ পায় ছানা এন্টারপ্রাইজ। তবে কাজ শুরুর আগেই বরাদ্দের পুরো টাকা তুলে নেয়ার অভিযোগ ওঠে ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, মনে করলাম সেতুটি হলে আমাদের সুবিধা হবে। কিন্তু এখন সেই কষ্টের মধ্যেই যাচ্ছি আমরা। সবই লুটপাট করে খেয়েছে।

পরে গত জানুয়ারিতে শুরু করে সেতুটির ৯০ শতাংশ নির্মাণকাজ শেষ করে তারা। গত সোমবার হঠাৎ করে মাঝের চারটি পিলার দেবে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী।

তারা জানান, সেতুটির উদ্বোধন মাত্র করা হলো, সেখানে দেবে যাওয়ার কারণ কি।

বিষয়টি ক্ষতিয়ে দেখতে পাঁচ সদস্যের কমিটি করেছে উপজেলা প্রশাসন।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তরিকুল ইসলাম বলেন, “বিষয়টি খতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। রিপোর্ট পেলে বিধি মতো ব্যবস্থা নেয়া হবে।”

নদীতে স্রোত বাড়লে পুরো সেতুটি ধসে পড়ার শঙ্কায় নিজস্ব উদ্যোগে বাঁশ দিয়ে রক্ষার চেষ্টা করছেন স্থানীয়রা।

এএইচ