নলছিটির অংকনের গিনেস রেকর্ড
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৫৮ এএম, ২ জুলাই ২০২৪ মঙ্গলবার | আপডেট: ১২:০৩ পিএম, ২ জুলাই ২০২৪ মঙ্গলবার
দৈনিক যুগান্তরের নলছিটি প্রতিনিধি ও নলছিটি প্রেসক্লাব সভাপতি মো. এনায়েত করিমের ছেলে রাগীব শাহরিয়ার অংকন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন।
"The Most Football (Soccer) Toe Taps in one minute" category অর্থাৎ এক মিনিটে সর্বোচ্চ ২২০ বার ফুটবলে ট্যাপ করে তিনি এ রেকর্ড অর্জন করেছেন। যেটি আগে ছিলো ২১২ ।
মঙ্গলবার অংকন অফিসিয়ালি তার এ অর্জনের সার্টিফিকেট হাতে পেয়েছেন। এর আগে তার এ কৃতিত্বের জন্য গত ২০ ফেব্রুয়ারি গিনেস বুক অফ ওয়ার্ল্ড ওয়েবসাইটে তার নাম অন্তর্ভুক্ত হয়।
অংকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগে স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঝালকাঠির নলছিটি শহরে।
অংকনের এ ব্যতিক্রমি অর্জনে নলছিটিবাসী ও তার সহপাঠীরা তাকে ফোনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন। এ ব্যাপারে রাগীব শাহরিয়ার অংকন জানান, এ রেকর্ড গড়তে পেরে তিনি অত্যন্ত খুশি।
এজন্য দীর্ঘদিন অনুশীলন করেছেন বলেও জানান তিনি। সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।
এসবি