ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে রেকর্ড

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ০২:২৩ পিএম, ২ জুলাই ২০২৪ মঙ্গলবার

বছরব্যাপী ডলার সংকটের মধ্যেও ২০২৩-২৪ অর্থ বছরে কন্টেইনার হ্যান্ডেলিং রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। দেশের প্রধান এই সমুদ্র বন্দরে বিদায়ী অর্থ বছরে কন্টেইনার হ্যান্ডেলিং কারণে প্রবৃদ্ধি বেড়েছে ৫ দশমিক ৩৬ শতাংশ। একইভাবে কার্গো হ্যান্ডেলিং বেড়েছে ৪ দশমিক ১৮ শতাংশ।

বন্দরে কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং বাড়লেও এই বন্দরে জাহাজ আসার পরিমাণ ৬ দশমিক ৬৩ শতাংশ কমেছে। বিদায়ী অর্থবছরে বন্দরে পণ্য বোঝাই জাহাজ নোঙ্গর করে ৩ হাজার ৯৭১টি, এর আগের অর্থবছরে ছিল ৪ হাজার ২৫৩টি। 

গেল অর্থবছরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ৩১ লাখ ৬৮ হাজার ৬৯০ টিইইউস। যা এর আগের অর্থবছরে হ্যান্ডেলিং হয়েছিল ৩০ লাখ ৭ হাজার ৩৭৫ টিইইউস। একইভাবে কার্গো হ্যান্ডেলিং হয়েছে ১২ কোটি ৩২ লাখ ৪২ হাজার ৭২৪ মেট্রিক টন। যা আগের বছর হয়ে ছিল ১১ কোটি ৮২ লাখ ৯৭ হাজার ৬৪৩ টন। 

বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, চট্টগ্রাম বন্দরে আধুনিক যন্ত্রপাতি এবং অটোমেশনের কারণে কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিং বেড়েছে।

বন্দরের আধুনিক হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট সংযোজন, অটোমেশন, অভিজ্ঞতা, দক্ষ ব্যবস্থাপনা  ও নতুন নতুন উন্নয়ন প্রকল্প ও পরিকল্পনা বাস্তবায়নের কারণে ২০২৩-২৪ অর্থবছরে কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।

এএইচ