ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

রকেট ছোঁড়ায় ফিলিস্তিনিদের খান ইউনিস ছাড়ার নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৫৮ পিএম, ২ জুলাই ২০২৪ মঙ্গলবার

ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের রকেট ছোঁড়ার পর ফিলিস্তিনিদের গাজার দক্ষিণে খান ইউনিস ছাড়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু বাহিনী। 

সোমবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে গাজা থেকে অন্তত ২০টি রকেট ছুঁড়ে হামাস। এসব রকেটের মধ্যে একটিকে ভুপাতিত করে ইসরায়েল, বাকিগুলো খোলা জায়গায় পড়ে। 

এ হামলার পর গাজার দক্ষিণের শহর খান ইউনিস থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই এলাকায় ফের অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে তারা। 

এরইমধ্যে দক্ষিণে আরও গভীরে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাংক। নুসিরাত শরণার্থী শিবিরসহ বিভিন্ন এলাকায় বিমান হামলা অব্যাহত রয়েছে।

এ নিয়ে আট মাসে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৭ হাজার ৯শ’ ছাড়িয়েছে।

এএইচ