ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৩ ১৪৩১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন আলেখ্য (পর্ব-৪৮)

১৯৫৮ সালে শেখ মুজিবের নামে দেয়া হয় একাধিক মিথ্যে মামলা

ড. অখিল পোদ্দার

প্রকাশিত : ১১:২৩ এএম, ৪ জুলাই ২০২৪ বৃহস্পতিবার | আপডেট: ১১:২৫ এএম, ৪ জুলাই ২০২৪ বৃহস্পতিবার

১৯৫৮ সালের অক্টোবরের ৭ তারিখ সকালে পাকিস্তানের মন্ত্রিসভা ঢেলে সাজানো হয়। আওয়ামী লীগের কপালে জুটেছিল অগুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয়। এ ঘটনার প্রতিবাদ করেন নয়া মন্ত্রিসহ অন্যরা। সবাই একযোগে পদত্যাগ করেন। 

ঐ রাতেই করাচি থেকে বিমানে চাপলেন শেখ মুজিবুর রহমান। ঢাকায় ফেরার উদ্দেশ্যে যখন তিনি আকাশে উড্ডীন তখন জারি হলো সামরিক শাসন। পরদিন সকালে অর্থাৎ ৮ অক্টোবর মুজিব জানতে পারেন, দেশে উর্দিশাসন জারি হয়েছে। তিনি গ্রেফতারের জন্য প্রস্তুত হন। যদিও পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর এবারই সবচেয়ে বেশি সময় ধরে তিনি জেলের বাইরে ছিলেন। যা ভাবা সুতরাং তাই হলো। 

১১ অক্টোবর গ্রেফতার হলেন বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিব। একের পর এক তাঁর নামে দেয়া হয় মিথ্যে মামলা। জেলে থাকা অবস্থায় বিশেষ আইনে শেখ মুজিবকে নিরাপত্তা বন্দি হিসেবে দেখানো হলো। এই আইনে তাঁকে জামিনের অযোগ্য বলে বিবেচনা করা হয়। নিম্ন আদালতে তাঁর বিরুদ্ধে আরও ৯ টি মামলা হয়।
( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন) 
 email: podderakhil@gmail.com