ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:১৮ পিএম, ৫ জুলাই ২০২৪ শুক্রবার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বৃহস্পতিবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে রাজু মিয়া (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

গুলিতে প্রাণ হারানো রাজু বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী গ্রামের হবিবর আলীর ছেলে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নগরভিটা সীমান্তের পিলার নম্বর ৩৭৬/৫ এস এলাকায় গতকাল রাত আনুমানিক একটার দিকে চোরাই পথে গরু আনতে ভারতে যান রাজু। ওই সময় বিএসএফের গুলিতে নিহত হন তিনি। রাজুর মরদেহ বিএসএফের কাছে আছে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, ‘আমরাও ঘটনাটা শুনেছি, তবে সে বাংলাদেশি নাকি ইন্ডিয়ান এখনও নিশ্চিত হতে পারিনি।

‘আমরা পতাকা বৈঠকের জন্য তাদের আহ্বান করেছি। পতাকা বৈঠকের পরে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

এমএম//