ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৬ এএম, ৬ জুলাই ২০২৪ শনিবার

গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তিনদিন ধরে গাইবান্ধার যমুনা ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

গাইবান্ধার চার উপজেলা ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ ও গাইবান্ধা সদর উপজেলার ১৬৫টি চরাঞ্চল এখন হাঁটু ও কোমরপানির নিচে। প্লাবিত হয়ে দুর্ভোগে চরাঞ্চলের অন্তত ২ লাখ পরিবার। 

অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে রাস্তা ও বন্যা নিয়ন্ত্রন বাঁধে রাত-দিন কাটাচ্ছেন। তারা এখন দুর্ভোগে দিনাতিপাত করছেন। 

১৮১টি উচু স্থানকে আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষণা দেয়া হলেও অনেকের ঠাঁই হচ্ছেনা। এখানে গরু-ছাগল, মানুষ একসাথে দিন কাটাচ্ছে। 

অপরদিকে, অব্যাহত পানি বৃদ্ধির ফলে গাইবান্ধা সাঘাটা সড়কের অন্তত ৭টি জায়গায় বাঁধের উপর দিয়ে পানি উপচে পড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে পড়ছে।

এএইচ