অবসর ভেঙে ফিরতে চান ওয়ার্নার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৩৪ পিএম, ৯ জুলাই ২০২৪ মঙ্গলবার
অবসর ভেঙে চ্যাম্পিয়নস ট্রফিতে ফিরতে চান অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।
শেষ হয়েও যেন শেষ হওয়ার নয় অস্ট্রেলিয়া দলের ওপেনার ডেভিড ওয়ার্নারের গল্প।
গত জানুয়ারিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়া অস্ট্রেলিয়ার ওপেনার জানিয়েছেন, ২০২৩ বিশ্বকাপের ফাইনালটাই তার শেষ ওয়ানডে ছিল। আর মাত্রই শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপটাই যে অস্ট্রেলিয়ার জার্সিতে তাঁর শেষ টুর্নামেন্ট, সেটিও আগেই জানিয়েছিলেন তিনি।
সেই ওয়ার্নার আজ উল্টো পথে হাঁটার ইঙ্গিত দিলেন। ইনস্টাগ্রামে বিশাল এক পোস্টে ওয়ার্নার লিখেছেন, অস্ট্রেলিয়ার যদি দরকার হয় তবে তিনি ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে প্রস্তুত।
পরের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চে।
এএইচ