ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

মঙ্গলবার মস্কোতে মোদি-পুতিন বৈঠক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১৮ পিএম, ৯ জুলাই ২০২৪ মঙ্গলবার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মস্কো সফরের মূল কার্যক্রম আজ শুরু হতে যাচ্ছে। খবর তাসের।

রাশিয়া ও ভারতের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা স্বল্প এবং বৃহত্তর পরিসরে অনুষ্ঠিত হবে। এ দুই দেশ শুধু দ্বিপাক্ষিক সহযোগিতা নয়, আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করবে।

মোদি ও পুতিনের মধ্যে আলোচনার পর গণমাধ্যমে তাদের বিবৃতি দেওয়ার কোনও পরিকল্পনা নেই। তবে মস্কো এবং নয়াদিল্লি কোনও না কোনও উপায়ে আলোচনার অগ্রগতি সম্পর্কে রিপোর্ট করতে আগ্রহী।

ক্রেমলিন জানায়,এ দুই রাষ্ট্র প্রধানের মধ্যে যোগাযোগ আগের দিন শুরু হয়েছে। মস্কোতে পৌঁছানোর পর মোদি নভো-ওগারিওভোতে রুশ প্রেসিডেন্টের বাসভবনে যান। একটি বিলাসবহুল অরাস গাড়িতে করে তিনি সেখানে যান। সেখানে তিনি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন চা খেতে খেতে কথা বলেন এবং পার্কে হাঁটাহাঁটি করেন। এটি ছিল এ দুই নেতার মধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগ।

দুই নেতা এক্ষেত্রে দোভাষীর স্বাভাবিক উপস্থিতি ছাড়াই একান্তে কথা বলেন। হাঁটার সময় এক পর্যায়ে দুই রাষ্ট্রপ্রধান প্রতিনিধিদল থেকে সরে আসেন এবং অপরিচিত ব্যক্তি ছাড়াই কয়েক মিনিট একসাথে হাঁটেন এবং কথা বলেন।

ক্রেমলিন জোর দিয়ে বলেছে,পুতিন ও মোদির মধ্যে একটি অনানুষ্ঠানিক আলোচনা খুবই অর্থবহ ছিল।

সূত্র: বাসস

এসবি/