ইউক্রেনে রাশিয়ার হামলায় ৪৩ জন নিহত: জেলেনস্কি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৩৫ পিএম, ১০ জুলাই ২০২৪ বুধবার
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার ওয়াশিংটনে ন্যাটো সম্মেলনের ফাঁকে এক বক্তব্যে বলেছেন,সোমবার ইউক্রেনে রাশিয়ার হামলায় ৪৩ জন নিহত হয়েছে। এরআগে মস্কো বাহিনীর ওই হামলায় ৩৭ জন নিহত হওয়ার কথা বলা হয়েছিল। খবর এএফপি’র।
মার্কিন থিঙ্ক ট্যাঙ্কদের অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় জেলেনস্কি বলেন, ‘এই হামলায় ৪৩ জন নিহত হয়েছে।’
সূত্র: বাসস
এসবি/