ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৩১ পিএম, ১১ জুলাই ২০২৪ বৃহস্পতিবার
ফিলিপাইনের মিন্দানাওয়ের কাছে আজ ৬.৭ মাত্রার ভূমিকম্পে সাগর অঞ্চল কেঁপে উঠেছে।
চীন আর্থকোয়ার্ক নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানায়, বৃহস্পতিবার (বেইজিং সময়) সকাল ১০:১৩ মিনিটে ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূগর্ভের ৬২০ কিলোমিটার গভীরে এবং এর কেন্দ্রস্থল ৬.১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১২৩.৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে পর্যবেক্ষণ করা হয়েছে।
ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি এক বিজ্ঞপ্তিতে বলেছে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হবে বলে আশা করা হচ্ছে না। তবে আফটারশক হতে পারে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
এসবি