ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১ ১৪৩১

বৈশ্বিক নেটওয়ার্ক সম্প্রসারণে অ্যাস্ট্রামের সঙ্গে কাজ করবে কনসিটো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ১১ জুলাই ২০২৪ বৃহস্পতিবার

আন্তর্জাতিক মানের যোগাযোগ ও জনসংযোগ সেবা প্রদানের লক্ষ্যে ভারতের প্রথম সারির  জনসংযোগ পরামর্শক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাম-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশের জনসংযোগ (পিআর) প্রতিষ্ঠান কনসিটো।

এর মাধ্যমে বাংলাদেশে অ্যাস্ট্রাম-এর প্রধান সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে কনসিটো। একই সাথে স্থানীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক পিআর সহায়তা প্রদান করবে অ্যাস্ট্রাম। গ্রাহক ও জনগণের চাহিদা বুঝতে এবং সেই মোতাবেক কাজ করতে ‘সায়েন্স অব পারসুয়েশন’ পদ্ধতি ব্যবহার করে কাজ করে থাকে অ্যাস্ট্রাম।

এই চুক্তির মাধ্যমে, স্থানীয় ও আন্তর্জাতিক গ্রাহকদের জন্য পারস্পারিক সক্ষমতাকে কাজে লাগিয়ে নিরবচ্ছিন্ন ও গবেষণাভিত্তিক বহুমুখী কৌশলগত জনসংযোগ সেবা প্রদান করবে প্রতিষ্ঠান দুটি। কনসিটো ও অ্যাস্ট্রাম-এর কর্মীরা নিত্যনতুন ও বৈচিত্র্যপূর্ণ চিন্তাকে একীভূত করার সুযোগ পাবেন, এর ফলে উভয় প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে অন্যন্য মাত্রা যোগ করবে। একইসাথে এই চুক্তির মাধ্যমে নতুন ধারণাসমূহকে বিজ্ঞানভিত্তিক বাস্তবায়ন করতে এবং নিরবচ্ছিন্ন সেবা প্রদানের জন্য পারস্পারিক প্রতিশ্রুতিও সর্বাধিক গুরুত্ব পাবে।

২০০৯ সালে প্রতিষ্ঠিত কনসিটো-এর ইন্টিগ্রেটেড কমিউনিকেশন সলিউশন-ভিত্তিক পিআর, ইভেন্টস, ডিজিটাল মার্কেটিং এবং ডিজাইন পরিষেবাগুলো পুরোপুরি অ্যাস্ট্রাম-এর বিভিন্ন পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ। এই কৌশলগত অংশীদারিত্ব উভয় প্রতিষ্ঠানের বিশ্বব্যাপি প্রচারে সহায়ক ভূমিকা রাখবে এবং উভয় দেশের গ্রাহকদের বিশেষ সুবিধা প্রদান করবে।

/আআ/