ভিয়েতনামে ভূমিধসে বাস চাপা পড়ে ৯ জন নিহত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৪৩ এএম, ১৩ জুলাই ২০২৪ শনিবার | আপডেট: ১১:৪৭ এএম, ১৩ জুলাই ২০২৪ শনিবার
ভিয়েতনামের উত্তরাঞ্চলে প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসে পর্যটকবাহী একটি মিনি বাস চাপা পড়লে অন্তত ৯ জন মারা যান।
প্রাদেশিক কর্তৃপক্ষের জানিয়েছে, ফোর্ড ট্রানজিট মিনি বাসটি হা গিয়াং শহর থেকে বাক মি জেলার দিকে যাওয়ার সময় শনিবার ভোর চারটার দিকে ভূমিধসের ঘটনা ঘটে।
গাড়িটির মালিকানা ছিল হা গিয়াং শহর ভিত্তিক এনগোক হান পরিবহন সমবায়ের।
স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে উদ্ধারকারী দল ১৩ জনকে কাদা থেকে উদ্ধার করে। যার মধ্যে ৯ জন মারা গেছেন এবং চারজন গুরুতর আহত হয়েছেন।
নিহতদের মধ্যে একজন বালকও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। উদ্ধার তৎপরতা চালাতে স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।
প্রাদেশিক পিপলস কমিটির ভাইস চেয়ারম্যান ট্রান ডুক কুই আহতদের দেখতে যান এবং তাদের প্রত্যেককে ১১৮ মার্কিন ডলার দেন।
এএইচ