উইম্বলডনের নতুন রানি ক্রেইচিকোভা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৫৮ এএম, ১৪ জুলাই ২০২৪ রবিবার
টেনিসে নারী এককের ফাইনালে পাওলিনিকে হারিয়ে উইম্বলডনের নতুন রানি এখন বারবোরা ক্রেইচিকোভা।
লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে তিন সেটের লড়াই শেষে চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেইচকোভার হাতে উঠল চ্যাম্পিয়ন ভেনাস রোজওয়াটার ডিশ।
দ্বিতীয়বার গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হলেন ২৮ বছর বয়সী এই চেক তারকা। আর টানা দুটি গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠেও হারলেন জাসমিন পাওলিনি। গত মাসেই ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও হেরেছিলেন পাওলিনি।
শনিবার নারী এককের ফাইনালে ইতালির জাসমিন পাওলিনিকে ৬-২, ২-৬, ৬-৪ গেমে হারিয়ে গ্র্যান্ডস্ল্যাম জেতেন এই চেক রিপাবলিক কন্যা।
যদিও এটাই তার প্রথম গ্র্যান্ডস্ল্যাম নয়। এর আগে ২০২১ সালের ফ্রেঞ্চ ওপেনে ট্রফি হাতে উদযাপন করেছিলেন। সেবার প্যারিসে রাশিয়ার আনাস্তাসিয়াকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্ল্যাম হাতে নিয়েছিলেন ক্রেইচিকোভা।
এএইচ