ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

ট্রাম্পকন্যা ইভাঙ্কার পোস্ট ‘তোমাকে অনেক ভালোবাসি বাবা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২ এএম, ১৪ জুলাই ২০২৪ রবিবার

নির্বাচনী সমাবেশে বন্দুক হামলার শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি ডান কানে গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আবেগঘন পোস্ট দিয়েছেন ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা।

পোস্টে ইভাঙ্কা বলেছেন, “তোমাকে অনেক ভালোবাসি বাবা, আজ এবং সব সময়,”

ট্রাম্পকন্যা বলেন, “পেনসিলভানিয়ার বাটলারে আজকের নির্বোধ সহিংসতার ঘটনায় গুলিবিদ্ধ আমার বাবার জন্য এবং অন্যান্য আহতদের জন্য ভালবাসা ও প্রার্থনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।”

ইভাঙ্কা আরও বলেন, “আমি সিক্রেট সার্ভিস এবং অন্যান্য সকল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের কাছে তাদের দ্রুত এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপের জন্য কৃতজ্ঞ। আমি আমাদের দেশের জন্য প্রার্থনা করছি।”

এএইচ