রাজবাড়ীতে কাঁচা মরিচ ৩৬০ টাকা কেজি
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০৫:১৬ পিএম, ১৪ জুলাই ২০২৪ রবিবার
রাজবাড়ীর বাজারে গত দুই দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ১২০ টাকা। বর্মানে বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৩৬০ কেজি দরে।
রাজবাড়ীতে গত দুই দিনের ব্যবধানে মান ভেদে কাচা মরিচের দাম বেড়েছে ১২০ টাকা থেকে ১৪০ টাকা। গত সপ্তাহের শেষ দিনে যে মরিচ বিক্রি হয়েছে ২২০ টাকা কেজি দরে।সপ্তাহের শুরুতে প্রতিকেজি মরিচ বিক্রি হচ্ছে ৩৪০ টাকা থেকে ৩৬০ টাকা কেজি দরে। শুধু দুই দিনেই বেড়েছে ১২০ টাকা থেকে ১৪০ টাকা।
বাজারে দীর্ঘদিন ধরে মরিচের বাজার দর উর্দ্ধমুখী থাকার পর আবার কেজিতে ১৪০ টাকা বেড়ে যাওয়ায় ক্রেতারা হিমশিম খাচ্ছেন। বাজার তদারকি করতে প্রশাসনের নজরদারি জরুরি বলে মনে করেন তারা। বর্তমানে বাজারে মরিচের আমদানি কম। চাষীরা বলছেন, বর্ষা মৌসুম ও নিচু এলাকায় আবাদী জমি পানিতে তলিয়ে যাওয়ার কারণে মরিচের বাজার দর বেড়েছে বলে জানায় ব্যাবসায়ীরা। তবে বৃষ্টি ও নদীর পানি কিছুটা কমে আসলে বাজার দর কিছুটা কমবে বলে জানান তারা।
বিক্রেতারা বলছেন, আড়ত থেকে প্রতি মণ কাঁচা মরিচ বর্তমানে ১২ হাজার থেকে ১৩ হাজার টাকা মণ কিনতে হচ্ছে তাই খুচরা বাজারে ৩২০ থেকে ৩৬০ টাকায় বিক্রি করতে হচ্ছে।
এসবি/