ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১ ১৪৩১

ইমরান খান ও বুশরা বিবি আট দিনের রিমান্ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১ এএম, ১৫ জুলাই ২০২৪ সোমবার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে দেশটির একটি আদালত। 

তোশাখানার নতুন এক মামলায় তাদের রিমান্ডে দেওয়া হয়েছে। ইদ্দত মামলায় জামিন পাওয়ার একদিনেরও কম সময়ের মধ্যে এমন রায় দিয়েছে আদালত।

সেই সঙ্গে আগামি ২২ জুলাই তাদেরকে আদালতে উপস্থিত করারও নির্দেশ দেওয়া হয়েছে। 

অবৈধ বিবাহ মামলায় জামিন পাওয়ার পরই জাতীয় অ্যাকাউন্টাবিলিটি ব্যুরো ন্যাব তোশাখানার নতুন এক মামলায় তাদের গ্রেপ্তার করে। তোশাখানা উপহার পাওয়ার ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের জন্য আদিয়ালা কারাগারের উপপরিচালক মহসিন হারুনের নেতৃত্বে একটি দল তাদের গ্রেপ্তার দেখায়।

বিচারকের তীব্র সমালোচনা করেন ইমরান খান। তোশাখানা মামলার সঙ্গে স্ত্রী বুশরা বিবির কোনো সম্পর্ক নেই উল্লেখ করেন তিনি। একইসঙ্গে বিচারককে জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি করেন ইমরান।
 
গত বছরের আগস্ট বিভিন্ন মামলায় কারাগারে আছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। গেল জুনে সাইফার মামলায় খালাস পান ইমরান। তবে বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রি সংক্রান্ত দুটি মামলার একটিতে ১৪ বছর এবং অন্যটিতে ৩ বছরের কারাদণ্ড দেয়া হয় পিটি আই নেতাকে। 

যদিও উভয় মামলার সাজা হাইকোর্ট স্থগিত করেছে।

এএইচ