ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১ ১৪৩১

উত্তেজনার মধ্যে চীন-রাশিয়ার যৌথ সামরিক মহড়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭ এএম, ১৬ জুলাই ২০২৪ মঙ্গলবার

ন্যাটো সামরিক জোটের সঙ্গে টানাপড়েন ও উত্তেজনা ছড়িয়ে যৌথ সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া ও চীন। 

দক্ষিণ চীনের একটি সামরিক বন্দরে এই মহড়া শুরু হয়েছে। 

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ সমুদ্র ২০২৪ নামের এই মহড়া গত রোববার থেকে শুরু হয়ে আরও দু-এক দিন চলবে।

চীন ও রাশিয়ার সেনারা সম্প্রতি পশ্চিম ও উত্তর প্রশান্ত মহাসাগরে টহল দিয়েছে। আন্তর্জাতিক এই মহড়ার সঙ্গে আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে চীন। এছাড়া, কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করেও এই মহড়া চালানো হচ্ছে না। 

গত বুধবার ওয়াশিংটনে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে ৩২ সদস্য অনুমোদিত একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে বেইজিংকে ইউক্রেনে চলমান যুদ্ধের জন্য রাশিয়ার চরম সাহায্যকারী হিসেবে চিহ্নিত করা হয়।

এএইচ