ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৩ ১৪৩১

পাঁচবিবিতে ট্রেনের নিচে প্রাণ গেল মা-ছেলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮ এএম, ১৬ জুলাই ২০২৪ মঙ্গলবার | আপডেট: ১১:৫১ এএম, ১৬ জুলাই ২০২৪ মঙ্গলবার

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় রেলস্টেশনের দক্ষিণ পাশে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হচ্ছেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের মনিরুজ্জামান মিঠুর স্ত্রী শাহনাজ বেগম (২৫) ও ছোট ছেলে শোয়াইব (৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার সময় পাঁচবিবি উপজেলার বাগজানা রেল স্টেশন এলাকায় পাঁচ বছরের ছোট ছেলেকে নিয়ে রেললাইন দিয়ে হাঁটছিলেন শাহনাজ। এসময় পেছন দিক থেকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন এসে ধাক্কা দিলে অনেক দূরে ছিটকে পড়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, উপজেলার বাগজানা রেল গেইটের দক্ষিণ দিকে রেল স্টেশন এলাকায় রেললাইন ধরে হাঁটার সময় ট্রনের ধাক্কায় মা ও ছেলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। 

পরে সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহ জয়পুরহাট হাসপাতালের মর্গে পাঠায়।

এএইচ